Home / সারাদেশ / মেট্রোরেলের ছাদে উঠে পড়ছে যাত্রী, অতঃপর…
মেট্রোরেলের

মেট্রোরেলের ছাদে উঠে পড়ছে যাত্রী, অতঃপর…

ঢাকায় বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রো ট্রেনের ছাদে যাত্রী উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। 

রোববার (৩০ নভেম্বর) রাত আটটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি জানিয়েছেন এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী।

তিনি জানান, বাংলাদেশ সচিবালয় স্টেশন এ মেট্রো ট্রেনের ছাদের উপর দুই জন ব্যক্তি উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

তবে কয়টা থেকে ট্রেন চলাচল বন্ধ আছে সেটি এই মুহূর্তে তিনি জানাতে পারেননি।

এদিকে রাত পৌনে ৯টায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানায় মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ওই পোস্টে জানানো হয়, বাংলাদেশ সচিবালয় মেট্রোস্টেশনে মেট্রোরেলের ছাদের ওপর দুই ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

তবে নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে কীভাবে দুই ব্যক্তি ট্রেনের ওপর উঠলেন ও ওই ব্যক্তিদের নাম-পরিচয় কিছুই জানায়নি ডিএমটিসিএল। এছাড়া কখন নাগাদ মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে তাও বলা হয়নি।

এর আগে, মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে মেট্রোরেল লাইনের ওপর পড়ে থাকা একটি ব্যাগের কারণে ২০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করে।