চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নে বিড়াল ভেবে মেছোবাঘ ধরেছে কিশোররা। বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রামদাসদী গ্রামের কৈয়ারবিল থেকে মেছোবাঘটি আটক করা হয়। ওই স্থানীয় ব্যাবসায়ী মো. মোজাম্মেল গাজী কিশোরদের সহায়তায় একটি গর্ত থেকে মোছা বাঘটি আটক করে একটি লোহার খাছায় বন্ধি করেন।
এদিকে চাঁদপুর বনবিভাগ রাতে মেছো বাঘটি উদ্ধার করে নিয়ে যায়। মোজাম্মেল গাজী বাড়িতে মেছোবাঘটি এক নজর দেখার জন্য শত শত উৎসুক জনতা ভিড় জমায়।
স্থানীয় ব্যাবসায়ী মো. মোজাম্মেল গাজী বলেন, এলাকার ছোট ছোট ছেলেরা প্রথমে মেছো বাঘটি দেখে বন বিড়াল ভেবেছিলো। তারা এটিকে নিয়ে হৈ হুল্লোড় করছিলো। তখন তাদের হৈ হুল্লোড় শুনে সেখানে গিয়ে দেখি মেছো বাঘটি একটি গর্তে লুকিয়ে আছে।
পরে তাদের সাথে নিয়ে মেছো বাঘটি খাঁচায় বন্ধি করি। মেছো বাঘটি খুব দুর্বল ছিলো, ঠিকমত নড়াচড়া করতো না। পরে ২ টি মুরগী কিনে খাওয়ানোর পর সেটি নড়াচড়া করতে শুরু করে। পরবর্তীতে চাঁদপুর বন বিভাগকে খবর দেই। পরে বৃহস্পতিবার রাতে বন বিভাগের লোকজন এসে আটককৃত মেছো বাঘটি উদ্ধার করে নিয়ে যায়।
বনবিভাগের স্টাফ সফিকুল ইসলাম চাঁদপুর টাইমসকে বলেন, এর আগেও একবার এই ইউনিয়ন থেকে স্থানীয়রা মেছোবাঘ আটক করে। নদী ও খাল থাকায় চরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে খাবারের সন্ধানে এখানে চলে আসতে পারে। মেছো বাঘটি অনেক দুর্বল। তার চিকিৎসা প্রয়োজন।
প্রতিবেদক:শরীফুল ইসলাম,২৫ জুন ২০২১