সোশ্যাল মিডিয়া এমন এক জায়গা যেখানে কিছু পোষ্ট হওয়া মানেই তা ভাইরাল হয়ে যাওয়া। তবে ভাল-খারাপ মিলিয়েই তো সব কিছু। তাই অনেক সময় ভাল কিছু ভাইরাল হয়, আবার কখন অলৌকিক কিছুও ভাইরাল হয়, যা অবাক করা। যা আমাদের চিন্তারও অনেক উপরে। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেছে, তবে তা কতটুকু কি তা নিজেই চোখে যাচাই করে নেয়াটাই ভালো। আমাদের চোখের সামনেই অনেক অলৌকিক জিনিস ঘটে, যা আমাদের ভাবারও ওপরে।
আলাবামার আকাশ তখন ঘন কালো মেঘ৷ আর সেই মূহুর্তেই আকাশে দেখা গেল কেউ একজন হাঁটছে! এই সময়ের ভিডিও করেছেন এক তরুণী। যার দাবি কালো মেঘের মধ্যে দিয়েই সামান্য আলোকিত অংশ হিসেবে পায়ের ছাপ রেখে গিয়েছেন প্রভু।
ফেসবুক লাইভ করার সময় তরুণী জানায়, ‘একটা কুঝটিকা ভিড় করেছে আকাশে৷ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে চলেছে সবকিছু৷ বক্স, গাছ সবকিছুই উড়ছে সারা আকাশ জুড়ে৷ সেটিকে নিয়ন্ত্রণের কোন ক্ষমতাই আমাদের নেই৷ তার মধ্যেই দেখা যায় উজ্জ্বল সাদা দাগ৷ তিনি যোগ করেন, ভিডিওটির ডানদিকটা লক্ষ্য করুন৷ তার কথা অনুসারে, একটি চলন্ত উজ্জ্বল আলো দেখা যাবে৷ ভালো করে দেখলে দেখা যাবে সেটি চলমান৷
এদিকে, ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকেই এক মিলিয়নের বেশি বার দেখা হয়েছে৷ গত বৃহস্পতিবার ফেসবুকে আপলোড করা হয়েছে ভিডিওটি৷ এখন পর্যন্ত কমেন্ট করেছেন সাত হাজারেরও বেশি মানুষ।
(ভিডিও)
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur