মেঘানায় নিখোঁজ তিন জেলের মধ্যে দু’জনের লাশ উদ্ধার

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে মাছধরা নৌকা ডুবিতে নিখোঁজ তিন জেলের মধ্যে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় আরো এক জেলে এখনো নিখোঁজ রয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হাতিয়ার ঠেঙ্গারচর সংলগ্ন মেঘনা নদী থেকে স্থানীয় লোকজন লাশ দু’টি উদ্ধার করে। নিহতরা হলেন-হাতিয়ার আরিফ (২৫) ও আলা উদ্দিন (২৮)। মাসুদ (২৬) নামে নিখোঁজ জেলের বাড়িও একই উপজেলায়।

স্থানীয়রা জানায়, গত ২৯ জুন সকালে ১৬ জন জেলে ও মাঝি-মাল্লা হাতিয়ার রয়ারচরের চেয়ারম্যান ঘাট থেকে এমভি পারভীন নামে একটি মাছধরা নৌকায় করে মেঘনা নদীতে মাছ ধরতে যান।

শুক্রবার রাতে ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীর ঠেঙ্গার চর পয়েন্টে নৌকাটি ডুবে যায়। এসময় ১৩ জন সাঁতরে তীরে ওঠে এলেও মাসুদ, আরিফ ও আলাউদ্দিন নিখোঁজ হন।

অন্য জেলে ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে আজ শনিবার সকালে নৌকাটি উদ্ধার করে। এসময় ওই নৌকায় আরিফ ও আলাউদ্দিনের লাশ পাওয়া যায়। মাসুদ এখনো নিখোঁজ রয়েছেন। হাতিয়া থানার ওসি আরিছুল হক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজ ডেস্ক ।। আপডেট ০৭:৪৩ পিএম,০৩ জুলাই ২০১৬,রোববার
এইউ

Share