Home / আবহাওয়া / মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে
weather

মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ২৯ নভেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে-এ সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুমিল্লায় ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনি¤œ তাপমাত্রা থাকবে তেঁতুলিয়ায় ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস।

ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৩ মিনিটে।

২৯ নভেম্বর ২০২২
এজি