মেঘনায় বাল্কহেড ডুবে ২ শ্রমিক নিখোঁজ

চাঁদপুরের মেঘনা নদীতে বালুভর্তি বাল্কহেড ডুবে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। বুধবার (৯ জুন) মধ্যরাতে মতলব দক্ষিণ উপজেলার মোহনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাল্কহেডে থাকা চার শ্রমিকের মধ্যে দুজন সাঁতরে তীরে উঠতে সমর্থ হলেও দুজন পানিতে ডুবে নিখোঁজ হন।

ঘটনাটি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন মোহনপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ পরাদর্শক মো.ওয়াহিদ্দুজ্জামান।

নিখোঁজ শ্রমিকরা হলেন মো.মিজানুর (২৫) ও সাজু সিকদার (৩২)। উদ্ধার হওয়া দু’শ্রমিক হলেন মো.মহিউদ্দিন ও নাঈম শিকদার। তাদের প্রত্যেকের বাড়ি বরগুনা জেলার তালতলি উপজেলায়।

উদ্ধার হওয়া শ্রমিকদের বরাত দিয়ে মোহনপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ওয়াহিদ্দুজ্জামান বলেন, `নারায়ণগঞ্জের উদ্দেশে চাঁদপুর থেকে ছেড়ে আসা বালুভর্তি বাল্কহেডটি বুধবার রাতে মোহনপুরে মেঘনা নদীতে নোঙর করে রাখে। মধ্যরাতে হঠাৎ বাল্কহেডটি পানিতে ডুবে যায়।’

এ সময় ছাউনির ওপরে থাকা দু’শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও ভেতরে ঘুমিয়ে থাকা দুজন পানিতে ডুবে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।

চাঁদপুর নৌ-অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন,` বালুভর্তি থাকায় এমনিতেই বাল্কহেডটি পানিতে অর্ধ-নিমজ্জিত ছিল। রাত ১ টা-২টার সময় পুরোটা ডুবে যায়। ধারণা করছি বাতাস ও ঢেউয়ের কারণে পানিতে ডুবে থাকতে পারে। নিখোঁজ জেলেদের উদ্ধারে সকাল থেকে নদীতে উদ্ধার অভিযান চালছে।

বার্তা কক্ষ , ১০ জুন ২০২১
এজি

Share