চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের নিচে পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে চাপা পড়া অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৭ আগস্ট শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ি এলাকার পূর্বপাশের রেলপথ থেকে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তির দেহ খণ্ড-বিখণ্ড হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা এখনো সম্ভব হয়নি। তাছাড়া রাতের অন্ধকারে ঘটা দুর্ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তাও নিশ্চিত নয় বলে জানান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টায় চট্টগ্রাম থেকে মেঘনা এক্সপ্রেস ট্রেন চাঁদপুরের উদ্দেশে আসে। ট্রেনটি ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর রাত সাড়ে ১০টায় স্থানীয় কয়েকজন ওই পথ দিয়ে বাড়ি ফেরার সময় নিহতের মরদেহের টুকরো টুকরো অংশ রেলপথের বিভিন্ন স্থানে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।

প্রাথমিকভাবে স্থানীয় কেউই নিহতের সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি। কেউ বলছেন সে হয়তো আত্মহত্যা করেছে আবার কেউ বলছেন ট্রেন থেকে পড়েছেন।

রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হচ্ছে। এখনো তার পরিচয় জানা যায়নি।

চাঁদপুর করেসপন্ডেট

Share