অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমসের ৩য় বর্ষ পদার্পণে মাসব্যাপি কর্মসূচির ৬ষ্ঠ দিনে মঙ্গলবার (৬ ডিসেম্বর) দৈনিক মেঘনাবার্তা পরিবারের সাথে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালন করা হয়।
পত্রিকাটির কার্যালয়ে দু’পরিবার একত্রিত হয়ে চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদকের পরিচালনায় উৎসবের কেক কাটেন মেঘনা বার্তার প্রকাশক ও সম্পাদক গিয়াস উদ্দিন মিলন।
এসময় উপস্থিত ছিলেন মেঘনা বার্তার নির্বাহী সম্পাদক জিএম শাহীন, চ্যানেল নাইনের চাঁদপুর প্রতিনিধি নাছির পাঠান, চাঁদপুর টাইমসের প্রধান বার্তা সম্পাদক মুসাদ্দেক আল আকিব, সহ-সম্পাদক আবদুল গনি, নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসাইন, মডারেটর আহমদ উল্যাহ, সিনিয়র করেসপন্ডেন্ট শরীফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট কবির হোসেন মিজি, আনোয়ারুল হক, শামছুদ্দিন মাহমুদ, মেঘনা বার্তার সার্কুলেশন ম্যানেজার সাঈদ হোসেন অপু প্রমুখ।
পরে দৈনিক মেঘনা বার্তার প্রকাশক ও সম্পাদকের হাতে ব্যাতিক্রমধর্মী শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন চাঁদপুর টাইমস পরিবারের সদস্যরা।
: আপডেট, বাংলাদেশ সময় ০৮:৫০ পিএম, ৬ ডিসেম্বর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur