মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
চাঁদপুর সদর উপজেলার বহরিয়া এলাকায় মেঘনা নদী থেকে অনুমান ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
শুক্রবার বেলা আড়াইটায় নদীতে ভাসমান অবস্থায় এ নারীর লাশ উদ্ধার করে পুলিশ। তার গায়ের রং ফর্সা এবং মাথার চুল আধা পাকা।
গতকাল রাতে এ সংবাদ লেখা পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায় নি।
এ নারীর পরিচয় কেউ পেয়ে থাকলে সদর মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
মাজহারুল ইসলাম অনিক, স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর টাইমস
| আপডেট: ১১:০২ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার
এমআরআর