Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মেঘনা নদীতে ৬টি জাল ও ১২ চাঁই জব্দ
মেঘনা

মেঘনা নদীতে ৬টি জাল ও ১২ চাঁই জব্দ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ৬টি জাল ও ১২ চাঁই জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর-২০২৫)ভোর ৬টা সকাল ১০টা পর্যন্ত মেঘনা নদীর এখলাশপুর, বাহাদুরপুর, বোরচর, সটাকী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাল ও চাঁই জব্দ করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, অভিযান পরিচালনা করে ২টি বেহুন্দী জাল, ৪টি গছি জাল, ১০ টি চায়না দুয়ারি চাঁই ও ২ টি পাঙ্গাসের পোনা ধরার চাঁই জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল ও চাঁই পুড়িয়ে বিনষ্ট করা হয়।অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা মৎস্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস,কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টর কন্টিনজেন্ট কমান্ডার পিও সানোয়ার হক। চাঁদপুর জেলা মৎস্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, মৎস্যখাতে যেকোন অনিয়ম কঠোর ভাবে দমন করা হব। মাছ ধরতে যে সমস্ত জাল ও চাঁই নিষেধ রয়েছে,তা জেলেদের মেনে চলতে হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক/
১৮ ডিসেম্বর ২০২৫