মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের সেচ কার্যক্রম উদ্বোধন

দেশের বৃহত্তর সেচ প্রকল্প চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের চলতি বছরের সেচ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বিকেলে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মতলব উদ্দমদী পাম্প হাউসে সুইচ টিপে সেচ কার্যক্রম উদ্বোধন করেন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে নির্বাহী প্রকৌশলী মোঃ সেলিম সাহেদ।

এসময় উপস্থিত ছিলেন, সাব ডিভিশন ইঞ্জিনিয়ার (এসডিই) মোঃ সালাহউদ্দিন, এসও জাহাঙ্গীর হোসেন, আবুল হাসনাত, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিছুর রহমান আনিছ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা।

নির্বাহী প্রকৌশলী সেলিম শাহেদ জানান, এবারের মৌসুমের সেচ কার্যক্রম উদ্বোধন করা হল। কৃষকদের চাষাবাদের সুবিধার্থে সেচ কার্যক্রম চালু রাখা হবে। এবার এপ্রকল্পে লক্ষ্যমাত্রা ৬ হাজার ৭০০ হেক্টর আবাদী জমিতে সেচ সুবিধা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে উক্ত প্রকল্নেপের প্রায় ১২ কিলোমিটারে পরিষ্কার, বাঁধ অপসারণসহ প্রধান সেচ খাল,সেকেন্ডার সেচ খাল,টারসিয়ারি খাল সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।

স্টাফ রিপোর্টার/
৭ জানুয়ারি ২০২৬