Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদ
মেঘনা

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুরের মতলবে মেঘনা-ধনগোদা সেচপ্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সেচখাল ও নদী তীর প্রতিরক্ষা কাজ সংলগ্ন বাংলাদেশ পানি উন্নয়ন বো‌র্ডের মালিকানাধীন ভূমি হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়ে‌ছে।

২৬ মে বৃহস্পতিবার সকালে উদমদী পাম্প হাউজ সংলগ্ন এলাকা থে‌কে সেচ প্রকল্পের নির্বাহী প্রকশলী মামুন হাওলাদার,মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুছ, উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরীফুল হাসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হদায়ত উল্যাহ্ উপ‌স্থিত থে‌কে উ‌চ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।

নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন,সেচ প্রকল্পের ৬০ কিলামিটার বাঁধের ৫ কিলোমিটার করে প্রতিদিন উচ্ছেদ কার্যক্রম চলবে। উচ্ছে‌দের পূর্বে অবাধ দখলে থাকা ২ হাজার ৩৫০ জনকে নোটিশ ও স্থাপনা সরিয়ে নেয়ার জন্য মাইকিং করা হয়।

এছাড়াও পানি উন্নয়ন বো‌র্ডের জায়গা দখল কনে বালু ব্যবসা পরিচালনকারী ১২৫ জনকে নোটিশ করা হয়।

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ২৬ মে ২০২২