চাঁদপুর

মেঘনা এক্সপ্রেসে দু’সন্তানের জননীর মৃত্যু

চট্টগ্রাম থেকে চাঁদপুরে আসার পথে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে রেবা বেগম (২৭) নামে দু’সন্তানের জননীর মৃত্যু হয়েছে।

পরিবার ও প্রত্যক্ষদর্শী যাত্রী সূত্রে জানা যায়, আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি লাঙ্গলকোর্ট স্টেশন ছেড়ে আসার পর লাকসাম আসার পূর্বে রেবা বেগমের হঠাৎ বুকে ব্যাথা হয়, পানি চাইলে তাকে পানি পান করতে দেয়া হয়। পানি পান করা মাত্রই দু’ থকে তিনটি ঢেঁকুর দেয়ার পরপরই তার মৃত্যু হয়।’

দু’সন্তানের জননী রেবা বেগম স্বামী কাঠ ব্যবাসয়ী রাশেদুল ইসলামের সাথে রূপাবাদ কলোনীতে ভাড়া থাকতো। তাদের গ্রামের বাড়ী ফরিদপুরে রাজবাড়ী সদরের আটাশ কলোনীতে। ঘটনার দিন রেবা বেগম চট্টগ্রাম থেকে স্বামী ও পিতাসহ স্বপরিবারে বাপের বাড়ি পিরোজপুরের কাউখালী কেউন্দিয়া গ্রামেরর উদ্দেশ্যে রওয়ানা হয়। ঘটনার সময় তার দু’ছেলে মো. আকাশ (১০) ও মো. আরাফাত (৫) সাথেই ছিল।

চলন্ত ট্রেনে ঘটনাটি হওয়ায় মহিলাটিকে তৎক্ষনাৎ কোনো হাসপাতালে নেয়া সম্ভব না হলেও চাঁদপুর পৌছালে সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপরে ট্রেনের কোনো কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে হৃদরোগে ওই নারীর মৃত্যু হয়েছে।

এমএ আকিব

 ।। আপডেট : ১১:২০ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার

Share