চাঁদপুর

মেঘনায় ৫৬ হাজার মিটার কারেন্টজাল জব্দ

চাঁদপুরে মেঘনা নদীতে মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত ১১ টা থেকে ২টা পর্যন্ত কোস্টগার্ডের নিয়মিত অভিযানে ৫৬ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার সাঃ লেঃ এম আতাহার আলী বিএন এর নেতৃত্বে চাঁদপুর কোস্টগার্ড সদস্য এম এম হোসেন, এসসিপিও(এক্স) এর একটি অপারেশন দল চাঁদপুর মোহনায় অভিযান চালিয়ে গ্লোরী অব শ্রীনগর-২ হতে ৫৬ হাজার মিটার নতুন কারেন্ট জাল জব্দ করে। যার বর্তমান বাজার মূল্য ১১ লাখ ২০ হাজার টাকা।

জব্দকৃত কারেন্ট জাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মৎস্য কর্মকর্তার নিকট হস্থান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার সাঃ লেঃ এম আতাহার আলী বিএন বলেন, জাটকা নিধন প্রতিরোধ এবং নৌ পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

প্রেস বিজ্ঞপ্তি : আপডেট ১:২০ পিএম, ২৭ এপ্রিল ২০১৬, বুধবার
ডিএইচ

Share