Home / সারাদেশ / মেঘনায় ২৪ ঘন্টায় ২৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি
মেঘনায় ২৪ ঘন্টায় ২৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি

মেঘনায় ২৪ ঘন্টায় ২৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি

‎Monday, ‎15 ‎June, ‎2015  01:32:48 AM

স্টাফ করেসপন্ডেন্ট:

২৪ ঘণ্টা সময়ের ব্যবধানে শনি থেকে রবিবার বিকেল পর্যন্ত মেঘনা নদীতে প্রায় ২৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। হঠাৎ করে নদীতে পানি বেড়ে যাওয়ায় ফসলি জমি ও ঘরবাড়িসহ রাস্তাঘাট ভাঙন আতঙ্কে রয়েছেন মেঘনা উপকূলীয় এলাকাবাসী।

সিআইপির নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো. শওকত আলী পানি উচ্চতা বৃদ্ধির কথা নিশ্চিত করে বলেন, মেঘনা নদী এলাকায় বিপদসীমা থেকে এখনও চার মিটার ৭০ সেন্টিমিটার নিচে পানি রয়েছে। তারপরও প্রকল্পের ভিতরে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, ২৪ ঘণ্টা সময়ের ব্যবধানে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় মেঘনা উপকূলীয় স্থানীয় চরইন্দুরিয়া, চরলক্ষ্মী ও কানিবগার গ্রামের লোকজন ফসলি জমি ও ঘরবাড়ি ভাঙন আতঙ্কে রয়েছেন। গত এক দশক ধরে নদীভাঙনে এসব গ্রামের শত শত ঘরবাড়িসহ প্রায় দুই হাজার একর ফসলী জমি নদীতে বিলীন হয়ে গেছে।