মেঘনায় যাত্রীবাহী লঞ্চ থেকে পড়ে বৃদ্ধ নিখোঁজ

ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এমভি কর্ণফুলী-১৩ লঞ্চ থেকে মেঘনা নদীতে পড়ে সুলতান আহমেদ (৭০) নামের এক বৃদ্ধ নিখোঁজে হয়েছেন। নিখোঁজ ব্যক্তি হাতিয়ার নিঝুম দ্বীপ ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

২০ মার্চ রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ইলিশার মেঘনা নদীর কালীগঞ্জ সীমান্তবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার দুপুর পর্যন্ত নিখোঁজ হওয়া বৃদ্ধের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে লঞ্চ কর্তৃপক্ষ ও ইলিশা নৌ থানার পুলিশ সূত্রে জানা গেছে।

লঞ্চে থাকা প্রত্যক্ষদর্শী যাত্রী আনোয়ার হোসেন জানান, নদীতে পড়ে নিখোঁজ ব্যক্তি তাবলিগ জামাতে যাওয়ার জন্য হাতিয়ার নিঝুম দ্বীপ থেকে চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাটে এসে সেখানকার তাবলিগের সাথিদের সঙ্গে ঢাকা যাওয়ার উদ্দেশে লঞ্চে ওঠেন। তিনি তাবলিগ জামাতের সাথিদের সঙ্গে ডেকের যাত্রী ছিলেন। রাতে টয়লেটে যাওয়ার জন্য লঞ্চের দোতলা থেকে নিচে নেমে এসে লঞ্চের এক পাশে দাঁড়ালে পা পিছলে নদীতে পড়ে যান। পরে প্রত্যক্ষদর্শী যাত্রীরা চিৎকার দিলে লঞ্চ কর্তৃপক্ষ তাঁকে উদ্ধারের চেষ্টা চালায়। নদীতে পড়ে গিয়ে স্রোতের টানে পানিতে তলিয়ে যাওয়ায় ঘণ্টাব্যাপী চেষ্টা করেও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

কর্ণফুলী-১৩ লঞ্চের সুপারভাইজার মাকসুদুর রহমান বলেন, ‘যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়ার সাথে সাথেই মাঝনদীতে লঞ্চ নোঙর করে তাঁকে উদ্ধারের চেষ্টা করা হয়। স্রোতের টানে তলিয়ে যাওয়ায় শতচেষ্টা করেও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। ইলিশা পুলিশ তদন্তকেন্দ্র ও নৌ পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে। আমাদের প্রতিটি ঘাটের সুপারভাইজারদের এ বিষয়ে খোঁজ নেওয়ার জন্য দায়িত্ব দিয়ে আমরা ঢাকার উদ্দেশে রওনা দিই। সোমবার দুপুর পর্যন্ত নিখোঁজ যাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁকে উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত। ‘

ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তার পরও খোজ নিয়ে দেখছি। ‘

Share