চাঁদপুরে বালু বোঝাই বলগেট ও স্টিল বডি ট্রলারের ধাক্কায় মেঘনা নদীতে নিখোঁজের ৩ দিন পর রফিকুল ইসলামের (৪৫) মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
১৩ মে বহস্পতিবার দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন মুলহেডে মেঘনা নদীতে লাশটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত রফিকুল ইসলাম শরীয়তপুর জেলার ডামুড্যা ফুল কুড়িগ্রামের বাসিন্দা। সে কুমিল্লা জেলায় ইপিজেডের কর্মকর্তা ছিলেন।
কোস্টগার্ডের তথ্যমতে, ১০ মে মেঘনা মোহনায় বরিশাল থেকে চিলমারিগামী আল্লাহর রহমত নামে একটি বলগেটের সাথে ভূঁইয়ার ঘাট থেকে আলু বাজার ফেরি ঘাটগামী একটি স্টিল বডির ধাক্কা লাগে। এতে স্টিল বডিতে থাকা ২ জন ব্যক্তির মধ্যে রফিকুল ইসলাম পানিতে পড়ে নিখোঁজ হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম আসাদুজ্জামান জানান, গত ১০ মে ট্রলারডুবির ঘটনার পর থেকেই নিখোঁজ ব্যক্তির জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্ধার অভিযান অব্যাহত ছিল। দপুরে চাঁদপুর বড় স্টেশন মোলহেড থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করার জন্য চাঁদপুর নৌ পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ১৩ মে ২০২১