মেঘনায় তরমুজ বোঝাই ট্রলারডুবি : নিখোঁজ ৩

চাঁদপুরের মেঘনা মোহনায় তরমুজ বোঝাই একটি ট্রলার প্রচণ্ড ঘূর্ণিস্রোতে ডুবে গেছে। ডুবে যাওয়া ট্রলারের ৩ আরোহী এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে চাঁদপুর পুরাণবাজার হরিসভা এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। স্টিলবডি ট্রলারটি বরিশাল থেকে ৫০০ পিস তরমুজ নিয়ে চাঁদপুর আসছিল।

নিখোঁজরা হলেন- হযরত আলী, আকবর প্রধানিয়া ও ইউছুফ দেওয়ান। এদের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুর থানায়।

ট্রলারে থাকা তরমুজের মালিক রসূল খান জানান, তরমুজ নিয়ে বরিশাল থেকে সকালে ছেড়ে আসে ট্রলারটি। এসব তরমুজ চাঁদপুর শহরের চৌধুরী ঘাট আড়তে পৌঁছানোর কথা ছিল। কিন্তু প্রচণ্ড ঘূর্ণিস্রোতে ট্রলারটি কাত হয়ে মেঘনা নদীতে নিমজ্জিত হয়।

এ সময় ট্রলারে থাকা সব তরমুজ পানিতে ভেসে যায়। তবে ট্রলারের ৫ জন আরোহীর মধ্যে ২ জন সাঁতরে উঠে আসতে সক্ষম হলেও ৩ জন নিখোঁজ রয়েছে।

চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ ইমরান হোসেন জানান, ট্রলারে থাকা ৫ ব্যক্তির মধ্যে ২ জন উদ্ধার হলেও ৩ জন এখনো নিখোঁজ রয়েছেন। ওই ঘটনাস্থলে আগেও ট্রলার এবং মালবাহী একাধিক কার্গো দুর্ঘটনা হয়েছে। এ ব্যাপারে নৌ-ফাঁড়িতে সাধারণ ডাইরি করা হয়েছে।

: আপডেট ১:৫৪ পিএম, ২৩ মার্চ ২০১৬, বুধবার
ডিএইচ

Share