শীর্ষ সংবাদ

মেঘনায় জোয়ারের পানিতে ভেসে গেছে ৫০০ খামারের মাছ

চাঁদপুর হাইমচরে মেঘনায় তীব্র জোয়ারের প্রভাবে নদীপারের বিস্তীর্ণ জনপদ তলিয়ে গেছে। এতে ভেসে গেছে শত শত খামারের মাছ। ডুবে গেছে বসতবাড়ি ও রাস্তাঘাট।

হাইমচরের চরভৈরবী, গাজীপুর এবং নীলকমল ইউনিয়নের ৩০টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইমচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, মৎস্য খামারি শেখ কবির হোসেন জানান, তাঁর এলাকার প্রায় ৫০০ খামারের চাষের মাছ জোয়ারের পানিতে ভেসে গেছে। এতে ৮-১০ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছেন খামারিরা।

চাঁদপুরে মেঘনা-ডাকাতিয়ায় জোয়ারের তীব্রতায় শনিবার সকাল ৬ টায় পানি প্রবাহ ছিল ৪.৪১ এবং ৯ টায় ৪.২৯ সে.মি.।
সকালে গতকালের চেয়ে ৫ সে.মি কম এবং ৯ টায় ১৩ সে.মি বেশি ছিল। ফলে এর প্রভাবে মেঘনা ছাড়াও জেলার আরও দু’টি নদী ডাকাতিয়া ও ধনাগোদার পানিও বেড়ে যাওয়ায় জোয়ারে নদীর পানি আজও বিপদসীমার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে।

দক্ষিণের সাগর ফুঁসে ওঠার কারণে দুদিন ধরে চাঁদপুরের মেঘনায় দফায় দফায় তীব্র জোয়ার সৃষ্টি হচ্ছে। এতে নদীপারের প্রায় ১০০ কিলোমিটার এলাকায় মেঘনার বেশ কয়েকটি চরে এবং হাইমচরে পানি ঢুকে পড়েছে। এতে জোয়ারের পানির নিচে অসংখ্য বসতবাড়ি, মাছের খামার এবং রাস্তাঘাট। শুধু তাই নয়, কোমর সমান পানিতে তলিয়ে গেছে এসব এলাকার ধর্মীয় ও সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান।

এদিকে চাঁদপুর আবহাওয়া অফিস বেলা ১২ টায় প্রাপ্ত তথ্য মতে,গত ২৪ ঘন্টায় চাঁদপুরে বৃষ্টিপাত হয়েছে ১০ মি.মি। আগামি ২৪ ঘন্টা পর্যন্ত এমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দায়িত্বরত আল-আমিন জানান।

সারাদেশের আবহাওয়া দপ্তর জানায়, সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশজুড়ে আরো অন্তত: ২ দিন বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে এসময় দিনের তাপমাত্রা বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

২২ আগস্ট শনিবার সকালে দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

স্টাফ করেসপন্ডেট,২২ আগস্ট ২০২০

Share