মেঘনায় মাছ শিকারে গিয়ে ৭ জেলে অপহরণের শিকার

মেঘনার ভোলার মনপুরা এলাকায় ইলিশ শিকারের সময় একটি ট্রলারে হামলা চালিয়েছে জলদস্যুরা। এ সময় জলদস্যুরা ৭ জেলেকে অপহরণ করে হাতিয়ার চরচেঙ্গা গহীন বনে নিয়ে গেছে। ঘটনাটি নিশ্চিত করেছেন অপহৃত জেলেদের আড়তদার ও মনপুরার ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অলি উল্লা কাজল। তিনি বলেন, ‘হাতিয়ার জলদস্যু মহিউদ্দিন বাহিনী অপহৃত জেলেদের মুক্তিপণ বাবদ সাড়ে ৩ লাখ টাকা দাবি করছেন।’

১৯ ফেব্রুয়ারি শনিবার সকাল ৬টার দিকে চরপিয়াল সংলগ্ন মেঘনায় মাছ শিকারের সময় এ ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ১০টায় জলদস্যুরা মোবাইল ফোনে অপহৃত জেলেদের আড়তদারদের কাছে মুক্তিপণ দাবি করে।

অপহরণের শিকার জেলেরা হলেন মো. বাবুল মাঝি (৩২), ইসমাইল মাঝি (৩৫), সোহেল সুকানি (৪০), জাহাঙ্গীর মাঝি (৩৫), সোহেল মুন্সি (৩৮), রিয়াজ মাঝি (৩২) ও বাছেত মাঝি (৪৫)। এদের সবার বাড়ি উপজেলার ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে। অপহৃত ট্রলারের মালিক জাহাঙ্গীর মাঝি।

জেলে ও ঘটনা সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে চরপিয়াল সংলগ্ন মেঘনায় জাল ফেলে মাছ শিকার করা অবস্থায় প্রথমে জলদস্যুরা হামলা চালায় বাবুল মাঝির ট্রলারে। একপর্যায়ে জলদস্যুরা একই স্থানে মাছ ধরা অবস্থায় পর্যায়ক্রমে ইসমাইল মাঝি, সোহেল সুকানি, জাহাঙ্গীর মাঝি, সোহেল মুন্সি, রিয়াজ মাঝি ও বাছেত মাঝির ট্রলারে হামলা চালায়। পরে জলদস্যুরা জাহাঙ্গীর মাঝির ট্রলারসহ জাহাঙ্গীর মাঝি ও প্রত্যেক জেলে ট্রলারের প্রধান মাঝিকে অপহরণ করে হাতিয়ার চরচেঙ্গা গহীন বনে নিয়ে যায়। পরে জলদস্যুরা মোবাইল ফোনে আড়তদার ও ইউপি চেয়ারম্যান অলি উল্লাহ কাজলের কাছে মুক্তিপণ দাবি করে। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়।

এ ব্যাপারে অপহৃত জেলেদের আড়তদার ও ইউপি চেয়ারম্যান অলি উল্লাহ কাজল বলেন, ‘আমার আড়তের ৭ জেলেসহ একটি ট্রলার অপহরণ করে নিয়ে গেছে হাতিয়ার জলদস্যু বাহিনী। জেলেদের উদ্ধারে পুলিশ ও কোস্টগার্ডের সহযোগিতা চাওয়া হয়েছে।

এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, চরপিয়াল হাতিয়ার সীমান্তে মনপুরার ৭ জেলেকে অপহরণের ঘটনা মৌখিক শুনেছি। জেলেদের উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে মনপুরা কোস্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো. বেলায়াত হোসেন মোবইল ফোনে জানান, অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান চলছে। তারা উদ্ধার হলে জানানো হবে। তবে শনিবার বিকাল ৫টা পর্যন্ত জলদস্যুদের কাছ থেকে কোনও জেলেকে উদ্ধার করা হয়নি বলে নিশ্চিত করেছেন অপহৃত জেলেদের পরিবার, পুলিশ ও কোস্টগার্ড।

Share