Home / চাঁদপুর / মেঘনায় ইলিশসহ ২ হাজার মিটার কারেন্টজাল জব্দ
মেঘনায় ইলিশসহ ২ হাজার মিটার কারেন্টজাল জব্দ
ফাইল ছবি

মেঘনায় ইলিশসহ ২ হাজার মিটার কারেন্টজাল জব্দ

চাঁদপুরের মেঘনা নদীর রাজরাজেস্বর এলাকায় শনিবার (১৫ অক্টোবর) দিনের বেলায় অভিযানে ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৬ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান জানান, আটককৃত অবৈধ কারেন্ট জাল নৌঘাটে পুড়িয়ে ফেলা হয় এবং আটক ইলিশ মাছ কোল্ড স্টোরেজে পাঠানো হয়েছে। মা ইলিশ রক্ষায় পদ্মা-মেঘনায় এ অভিযান অব্যাহত থাকবে।’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন জানান, জেলা প্রশাসকের নির্দেশে দিন-রাত পদ্মা-মেঘনায় মা ইলিশ রক্ষায় কোস্টগার্ড, ম্যাজিস্ট্রেট-নৌ-পুলিশ সমন্বয়ে এ অভিযান ২ নভেম্বর পর্যন্ত চলবে। আমরা চাই একটি নৌকাও নদীতে নামতে না পারে, এ জন্য নজরদারী জোরদার করা হয়েছে।’

এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১০:৩০ পিএম, ১৫ অক্টোবর ২০১৬, শনিবার
ডিএইচ

Leave a Reply