চাঁদপুর

মেঘনায় আটকে পড়া লঞ্চযাত্রী উদ্ধার : আটক ১৩

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক | আপডেট: ১০:২০ অপরাহ্ণ, ০১ আগস্ট ২০১৫, শনিবার

মেঘনা নদীর চিরায়ের চরে আটকে পড়া লঞ্চ এমভি ইমাম হাসানের যাত্রীদের উদ্ধার করেছে অপর যাত্রীবাহী লঞ্চ এমভি ময়ূর-৭। এছাড়া, লঞ্চে ভাঙচুর করার কারণে ১৩ যাত্রীকে আটক করেছে চাঁদপুর নৌ-পুলিশ।

শনিবার (০১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সব যাত্রী উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেছেন চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ।

পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আটকা পড়া লঞ্চ এমভি ইমাম হাসান-১ এর যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। লঞ্চে ভাঙচুর করার কারণে নৌ-পুলিশ ১৩ যাত্রীকে আটক করেছে। পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নিবে।

চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, লঞ্চটি আটকা পড়া অবস্থায় কিছু উচ্ছৃঙ্খল যাত্রী লঞ্চের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। লঞ্চ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তাদের আটক মডেল থানায় পাঠানো হয়েছে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এনায়েত উদ্দিন জানান, লঞ্চ থেকে আটক যাত্রীদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হবে।

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share