চাঁদপুর

মেঘনায় আটকে পড়া ভারতীয় জাহাজ উদ্ধারে চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশ

মেঘনা নদীর চাঁদপুরের হাইমচর চরভৈরবীর আমতলী এলাকা সংলগ্ন ডুবোচরে আটকা পড়া ভারতীয় জাহাজ মোহন বাগান-৪ ৩ দিনেও উদ্ধার করা হয়নি।

আটকে পড়া জাহাজটি উদ্ধারে তাদের নিজস্বব কোনো তৎপরতা দেখা যায়নি। জাহাজটি নিরাপত্তায় এরইমধ্যে নৌ-পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে বিআইডব্লিউটিএ- কে নির্দেশনা দিয়েছেন চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান চাঁদপুর টাইমসকে জানিয়েছেন, ‘বিষয়টি আমরা প্রধান কার্যালয়ে জানিয়েছি। একই সঙ্গে পণ্যবোঝাই ভারী জাহাজটি উদ্ধারে শক্তিশালী টগবোড অথবা ডুবোচর ড্রেজার দিয়ে খননের ব্যবস্থা করতে হবে। তা না হলে জাহাজটি উদ্ধার অসম্ভব হয়ে পড়বে।’

হাইমচর নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই শিকদার মো. হাসানুজ্জামান চাঁদপুর টাইমসকে জানান, ‘গত ২৬ আগস্ট ভারতীয় পণ্যবাহী জাহাজটি মেঘনা নদীর মধ্যখানে ডুবোচরে আটকা পড়ে। খবর পাওয়ার পর এ পর্যন্ত জাহাজের নিরাপত্তাদানে নৌ-পুলিশ সদস্যরা দিবা রাত্রি দায়িত্ব পালন করছে।’

জাহাজ মাস্টার শেখ আতিয়ার রহমানের উদ্ধৃতি দিয়ে এসআই শিকদার হাসানুজ্জামান জানান,‘জাহাজটি ২ হাজার ১শত টন স্টিল কয়েল সীট বোঝাই রয়েছে। স্রোতের কারণে নদীর চ্যানেল হারিয়ে জাহাজটি ডুবোচরে আটকা পড়ে আছে।’

আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ১০: ১০ পিএম, ২৯ আগস্ট ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Share