চাঁদপুর

মেঘনায় অভিযানে ৫ শিশুসহ ৫৯ জেলে আটক

চাঁদপুরে এই প্রথম একত্রে মাত্র ৬ ঘন্টার অভিযানে মেঘনা নদী থেকে ইলিশ শিকারের অপরাধে ৫ শিশুসহ ৫৯ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, স্টেশন কমান্ডার সাঃ লেফ্টেন্যান্ট হাসানুর রহমান, (এসডি), (কম), বিএন এর নেতৃত্বে চাঁদপুর কোস্টগার্ড এর একটি অপারেশন মঙ্গলবার (১২ এপ্রিল) ভোর ৫টা থেকে বেলা ১১ টা পর্যন্ত অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।

অভিযানে মেঘনা নদীর মোহনা, আহনঘাট, হরিণা ফেরিঘাট, হাইমচর, আলুবাজার, লগিমারার চর, কাটা খালী, চর ভৈরবী, এখলাচপুর, মোহনপুর, রাজরাজেশ্বর, মাদ্রাসা লঞ্চঘাট হতে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় ৫৯ জন জেলে এবং ২ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে। আটককৃত ৫৯ জন জেলে এবং জব্দকৃত ২ লক্ষ মিটার (আনুমানিক টাকা ৭০ লক্ষ মাত্র) কারেন্ট জাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্থান্তর করা হয়।

কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার সাঃ লেফটেন্যান্ট হাসানুর রহমান, (এসডি), (কম), বিএন বলেন, জাটকা নিধন প্রতিরোধ এবং নৌ পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Share