শীর্ষ সংবাদ

মেঘনার ভাঙন কবলে বায়েরচর নৌ-পুলিশ ফাঁড়ি : স্থানান্তর জরুরি

চাঁদপুরের হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়নের ঈশানবালা বাজারে অবস্থিত বায়েরচর নৌ-পুলিশ ফাঁড়ি মেঘনার তীব্র ভাঙনের শিকার হয়ে নদী গর্ভে বিলিনের উপক্রম হয়েছে।

জরুরি ভিত্তিতে ফাঁড়িটি অন্যত্রে স্থানান্তর করা না হলে ২/১ দিনের মধ্যে মেঘনা গর্ভে বিলিন হওয়ার আশঙ্কা রয়েছে। ভাঙন কবলিত নৌ-পুলিশ ফাঁড়িটি উপযুক্ত জায়গায় স্থানান্তর করা না গেলে ঈশানবালা থেকে ফাঁড়ি ক্লোজ করা হবে বলে থানা সুত্রে জানা যায়।

এরইমধ্যে হাইমচর থানা অফিসার ইনচার্জ রনোজিত রায় ফাঁড়িটি স্থানান্তরের ব্যাপারে জেলা পুলিশ , উপজেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছে। দফায়-দফায় বিভিন্ন মহলে এ নিয়ে একাধিক বৈঠক করার পর নীলকমল ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন সর্দারকে জরুরি ভিত্তিতে নৌ-পুলিশ ফাঁড়িটি অন্যত্রে স্থানান্তরের দায়িত্ব দেয়া হয় এবং ফাঁড়িটি ব্যবহার উপযোগী না হওয়া পযন্ত অস্থায়ী ভিত্তিতে এমজেএস উচ্চ বিদ্যালয়ের টিনশেড ঘরে কার্যক্রম চালাণোর পরামর্শ দেয়া হয় বলে অফিসার ইনচার্জ রনোজিত রায় চাঁদপুর টাইমসকে জানিয়েছেন।

প্রতিবেদক- বিএম ইসমাইল
: আপডেট, বাংলাদেশ সম ১১: ০০ পিএম, ১৩ জুন ২০১৭, মোঙ্গলবার
ডিএইচ

Share