চাঁদপুরের মেঘনা নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পেয়েছে। টানা বৃষ্টিপাত ও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে শুক্রবার সন্ধ্যা ছয়টায় পরিমাপ অনুযায়ী, নদীর পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
হঠাৎ এই জোয়ারের কারণে হাইমচর উপজেলার চরভাঙ্গা, কৃষ্ণপুর, লামচরি, উত্তর চর ভৈরবী, পাড়াবোগুলা ও জালিয়ার চর গ্রামের অনেক বাড়ির আঙিনা ও গ্রামের রাস্তা পানিতে তলিয়ে গেছে যেতে দেখা গেছে। শুধু তাই নয়, স্থানীয় কৃষিজমিও পানিতে ডুবে গেছে।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে এমন পানি বৃদ্ধির ঘটনা নতুন নয়, তবে এবারের মতো হঠাৎ এবং এতটা উচ্চতার জোয়ার বেশ আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে নিম্নাঞ্চলের মানুষজনকে পড়তে হয়েছে অস্থায়ী দুর্ভোগে।

মেঘনার তীরবর্তী বাসিন্দাদের আশঙ্কা, পানি যদি আরও বৃদ্ধি পায় তাহলে এই অঞ্চলের পান চাষিদের পাশাপাশি শত শত মাছ চাষিরাও বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন। যদিও সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
এদিকে শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকায়ও জোয়ারের পানি বৃদ্ধি পেতে দেখা গেছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল হক বলেন, দুই বছরের মধ্যে এটাই সর্বোচ্চ পানি বৃদ্ধি। হাইমচরসহ জেলার বিভিন্ন নিম্নাঞ্চল ইতোমধ্যেই প্লাবিত হয়েছে। তবে ভাটার সময় ধীরে ধীরে পানি নেমে যাবে বলে আশা করছি।
প্রতিবেদক: কবির হোসেন মিজি,২৫ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur