Home / জাতীয় / মেঘনার সে ইলিশ উপহার গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
মেঘনার সে ইলিশ উপহার গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

মেঘনার সে ইলিশ উপহার গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

মেঘনা নদীতে ধরা পড়া ৩ কেজি ২০০ গ্রাম ওজনের সে ইলিশ মাছ উপহার হিসেবে গ্রহণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১২ আগস্ট) সাড়ে ১২টার দিকে তিনি গণভবনে মূল ফটকের সামনে পৌঁছান বলে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।

এর আগে প্রধানমন্ত্রীকে উপহার দিতে গণভবনে প্রবেশ করেছেন ক্রেতা কোরবান আলী বেপারী।

বৃহস্পতিবার (১১ আগস্ট) মনপুরা থেকে লঞ্চে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন কোরবান আলী। এর আগে বুধবার বিকেলে স্থানীয় জেলে আক্তার মাঝির জালে ইলিশটি ধরা পড়ে।

ওইদিন সন্ধ্যায় তিনি ৩ কেজি ২০০ গ্রাম ওজনের মাছটি বিক্রির জন্য রামনেওয়াজ ঘাটে নিয়ে আসেন। ইলিশটি দেখার পর মাছ ব্যবসায়ীসহ উপস্থিত লোকজনের মধ্যে হৈচৈ পড়ে যায়।

পরবর্তী সময়ে আলমগীর মেম্বারের আড়তে মাছটি নিয়ে গেলে নিলামে ১২ হাজার ২০০ টাকায় কিনে নেন এই কোরবান বেপারী। অনলাইনে সামাজিক যোগাযোগে জনপ্রিয় মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে মাছটির খবর ছড়িয়ে পড়লে সেটি কেনার জন্য বিভিন্ন এলাকা থেকে ফোন আসতে শুরু করে।

অনেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত দাম হাকান। কিন্তু কোরবান আলী ইলিশটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য কিনে নেন। এ লক্ষ্যে তিনি বৃহস্পতিবার দুপুরে এমভি ফারহান-৪ লঞ্চে ইলিশটি নিয়ে ঢাকায় রওনা দেন। (জাগো নিউজ)

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৫:২০ এএম, ১৩ আগস্ট ২০১৬, শনিবার
ডিএইচ

Leave a Reply