Home / চাঁদপুর / মেঘনায় প্রাণহানির ঘটনায় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের আটক ৪
মেঘনায়

মেঘনায় প্রাণহানির ঘটনায় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের আটক ৪

চাঁদপুরের হাইমচর এলাকায় মেঘনা নদীতে গভীর রাতে ঘন কুয়াশার মধ্যে যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি মসংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ৪জন যাত্রী। এ ঘটনায় ঝালকাঠি জেলা থেকে ৪ জন কে আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ।

শনিবার বিকেলে ঝালকাঠি থেকে আটককৃতদের চাঁদপুর নৌ থানায় নিয়ে আসা হয়। এর আগে শুক্রবার ঝালকাঠি থানা পুলিশ তাদেরকে আটক করে চাঁদপুর নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। এই ঘটনায় বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটককৃতরা হলেনঃ অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের কেবিন বয় মনির, মুহিন, মিন্টু ও সোহেল।

জানা যায়, ঢাকা থেকে ২৫ ডিসেম্বর দিনগত রাত দেড়টায় বিএনপির সম্মেলনের যাত্রী নিয়ে বরিশাল ও ঝালকাঠির উদ্দেশ্যে যাচ্ছিল এমভি অ্যাডভেঞ্চার-৯। অন্যদিকে, ভোলার ঘোষেরহাট থেকে যাত্রী নিয়ে ঢাকার পথে আসছিল এমভি জাকির সম্রাট-৩। নদীজুড়ে তখন ছিলো প্রচণ্ড ঘন কুয়াশা। দিক নির্ণয়ে ব্যর্থ হয়ে অ্যাডভেঞ্চার-৯ সজোরে ধাক্কা দেয় জাকির সম্রাট-৩ লঞ্চে।

সংঘর্ষে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে জাকির সম্রাট-৩ মাঝনদীতে ডুবুডুবু অবস্থায় ভাসতে থাকে।

এই ঘটনায় ওই লঞ্চের কয়েকজন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। দূর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসে ভোলা থেকে ঢাকাগামী আরেকটি লঞ্চ এমভি কর্ণফুলী। তারা বহু যাত্রীকে উদ্ধার করে নিরাপদে ঢাকার দিকে নিয়ে যায়। এই ঘটনার পরপরই নৌ পুলিশ তৎপরতা বাড়ায়। নিজাম শিপিং লাইন্সের মালিকানাধীন অ্যাডভেঞ্চার-৯ ঝালকাঠি লঞ্চ টার্মিনালে পৌঁছালে বরিশাল নৌ পুলিশ ও ঝালকাঠি থানা পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানে লঞ্চটি জব্দ করা হয় এবং মনির, মুহিন, মিন্টু ও সোহেলসহ চারজন কর্মীকে আটক করা হয়।পরে আটককৃতদের চাঁদপুর নৌ থানার কাছে হস্তান্তর করা হয়।

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ, অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের রুট পারমিট বাতিল করেছে। এই ঘটনায় বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, ঘন কুয়াশাই এই দুর্ঘটনার প্রধান কারণ। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অন্যদিকে ঝালকাঠির সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) বায়জিদ ইবনে আকবর লঞ্চ জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পর সংশ্লিষ্ট সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক,
২৮ ডিসেম্বর ২০২৫