চাঁদপুরের মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় ৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১০ জনসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাত ১১টায় বিআইডব্লিউটিএ চাঁদপুর নদী বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য বাদী হয়ে হাইমচর থানায় মামলাটি দায়ের করেন।
এ ঘটনায় রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের চার কর্মচারীকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়। তারা হলেন, মিন্টু, সোহেল, মহিন হাওলাদার ও মনিরুজ্জামান।
মামলায় আসামিরা হলেন, মো. ফিরোজ খান (৫৩), মো. কামাল হোসেন (৫৫), মো. মনিরুল ইসলাম (৪৩), মো. সুলতান খান (৪৫), মো. মিন্টু (২৮), মো. সোহেল (৪০), মহিন হাওলাদার (২৫) ও মো. মনিরুজ্জামান (৪০)। তারা এমভি জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের কর্মচারী। এছাড়া মামলায় আরও ৮–১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান জানান, বিআইডব্লিউটিএর পক্ষে দায়ের করা মামলাটির তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম নৌ পুলিশ পরিচালনা করবে।
চাঁদপুর নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বলেন, অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের গ্রেপ্তার চার আসামিকে ঝালকাঠি থেকে এনে চাঁদপুর নৌ থানায় হস্তান্তর করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে ঘন কুয়াশার মধ্যে ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ ও বরিশালগামী অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চার যাত্রী নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।
প্রতিবেদক: আশিক বিন রহিম,
২৮ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur