ইন্ডিকা মেকআপ স্টুডিও’র মেকআপ আর্টিস্ট নির্মাল রান্ধাওয়া ত্বকের যত্নের বিশেষ কিছু উপায় সম্পর্কে জানান। পুরো ত্বকের যত্নের পাশাপাশি বরাবরই চোখের যত্ন নেওয়া জরুরি।
চোখের উপরের পাতায় যে কোনো ফেইশল ক্রিম ব্যবহার করা উচিত। এতে চোখের পাতার নমনীয়তা বজায় থাকে। তবে ক্রিম দেওয়ার সময় লক্ষ রাখতে হবে যেন চোখের পাতার ভিতরে ঢুকে না যায়।
পর্যাপ্ত পরিমাণে ঠাণ্ডা পানি দিয়ে চোখে ঝাপটা দেওয়া উচিত। এতে ঠাণ্ডা থাকার পাশাপাশি চোখ পরিষ্কার হবে। তাছাড়া দেখতেও সতেজ দেখাবে।
একটি ব্যবহৃত টি-ব্যাগ ঠাণ্ডা করে চোখের উপর দিয়ে রাখতে হবে। এতে চোখের চারপাশের ত্বক টানটান থাকবে।
প্রতিদিন কমপক্ষে আট ঘণ্টা ঘুম অত্যন্ত জরুরি। এতে চোখ সতেজ থাকে এবং চোখের চারপাশের ত্বকও ভালো থাকে দীর্ঘদিন। শুধু চোখ নয়, চেহারার তারুণ্য ধরে রাখতেও পর্যাপ্ত ঘুম দরকার।
প্রতিদিন প্রচুর পানি পান করতে হবে এবং খাবারের তালিকায় ফল ও সবজি রাখতে হবে।
“তাছাড়া আঙুলে সামান্য পেট্রোলিয়াম জেলি নিয়ে চোখের পাপড়িতে নিচ থেকে উপরের দিকে ব্রাশ করে নিলে দেখতে সুন্দর লাগবে।” বলেন নির্মাল।
লাইফস্টাইল ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৪:০০ এএম, ১১ জুন ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur