দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ীত্বের ওই কম্পনের পরপরই পুরো জেলাজুড়ে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হয়েছে। তবে তাৎক্ষণিক ভূমিকম্পের মাত্রা ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার রাত ১০টা ৫১ মিনিটে এ ভূকম্পনের ঘটনা ঘটে। আবহাওয়া অধিদফতরের সিলেট কার্যালয়ের আবহাওয়াবিদ সাঈদ আহমেদ বিয়ষটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃদু মাত্রার ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এর পরপরই ব্যাপক ঝড় ও বৃষ্টি শুরু হয়। এখনও কম্পনের মাত্রা জানা যায়নি।
শহরের কয়েকজন বাসিন্দা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এ সময় আতঙ্কে অনেককে ছুটোছুটি করতে দেখা গেছে।
তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত ১৮ এপ্রিল রাতে সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ০৯ : ৫০ পিএম, ২৮ এপ্রিল ২০১৭, শুক্রবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur