কুমিল্লা জেলায় চলতি মাসের ছয় দিনে করোনায় মারা গেছেন ৬৬ জন। এর মধ্যে ৩৮ জন নারী ও ২৮ জন পুরুষ। আবার তাঁদের মধ্যে বেশির ভাগই গ্রামের বাসিন্দা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক না পরা, টিকা না নেওয়া ও সামাজিক দূরত্ব বজায় না রাখার কারণে মৃত্যুর হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলায় এক দিনে মারা গেছেন ১৪ জন। এর মধ্যে ১০ জন নারী ও ৪ জন পুরুষ। গত ৫ আগস্ট মৃত ১৫ জনের মধ্যে ৮ জনই নারী। ৪ আগস্ট মারা যাওয়া ৭ জনের মধ্যে ৫ জনই নারী। ৩ আগস্ট মারা যাওয়া ৮ জনের মধ্যে ৩ জন নারী। ২ আগস্ট মারা যাওয়া ১৩ জনের মধ্যে ৮ জনই নারী। ১ আগস্ট মারা যাওয়া ৯ জনের মধ্যে ৪ জন নারী।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৬৩ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত ৩২ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ২৮১ জন। মারা গেছেন ১৪ জন। তাঁদের মধ্যে বরুড়া ও চান্দিনা উপজেলায় তিনজন করে এবং কুমিল্লা সিটি করপোরেশন, ব্রাহ্মণপাড়া, দাউদকান্দি, চৌদ্দগ্রাম, মুরাদনগর, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও লালমাই উপজেলায় একজন করে মারা গেছেন।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, ‘করোনা শহর–গ্রাম সর্বত্রই ছড়িয়ে পড়ছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সেবা দিচ্ছি আমরা। দেরিতে হাসপাতালে আসা সংকটাপন্ন রোগীদেরও বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছি। রোগীর চাপ বেশি হওয়ায় অনেককে আইসিইউর শয্যা দেওয়া যাচ্ছে না। এখনো বলি স্বাস্থ্যবিধি মেনে চলুন।’
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, কুমিল্লা জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৩ হাজার ৩৫০ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৮৪১ জন ও মারা গেছেন ৭৮৬ জন।
কুমিল্লা প্রতিনিধি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur