দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার পাঁচজনে দাঁড়িয়েছে। গত বছরের ৫ ডিসেম্বর মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছিল।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা.আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনাভাইরাস পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৪৩৪ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৫১৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৫ দশমিক ৫৩ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ৩৩ লাখ ১১ হাজার ২১৯টি নমুনা পরীক্ষা হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জন।
এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৫৯ জন। মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৭ লাখ ৮৬ হাজার ১৪৬ জন। এ হিসাবে দেশে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৪৮২ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে ২০২০ সালে মহামারি শুরু হয়। গত বছরের শেষদিকে ভাইরাসটির ডেল্টা ধরনের দাপট পেরিয়ে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ২০০ ঘরে নেমে আসে। এরপর আরেক ধরন ওমিক্রনে নতুন বছরের শুরু থেকে সংক্রমণ দ্রুত বাড়তে থাকে। একপর্যায়ে শনাক্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে যায়। এরপর সংক্রমণ ধীরে ধীরে কমতে শুরু করে।
৪ ফেব্রুয়ারি শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজারের নিচে নেমে আসে। ১৩ ফেব্রুয়ারি তা ৫ হাজারের নিচে নামে। মহামারির মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৫৭ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের মধ্যে ১ হাজার ৯০ জন ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৭১ শতাংশের বেশি। মৃত ১০ জনের মধ্যে আটজন পুরুষ ও দুইজন নারী। তাদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তিনজন করে বাসিন্দা রয়েছেন। এছাড়া রংপুর বিভাগের দুইজন এবং খুলনা ও সিলেট বিভাগের একজন করে বাসিন্দা রয়েছেন।
মৃতদের মধ্যে সাতজনের বয়স ৬০ বছরের বেশি,একজনের বয়স ৫১ থেকে ৬০ বছর, একজনের বয়স ৪১ থেকে ৫০ বছর এবং একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।
বার্তা কক্ষ ,
২৫ ফেব্রুয়ারি ২০২২,
এজি