মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন কক্সবাজার সিটি কলেজছাত্র মো. শামীম (২০)। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কের তুলাতুলি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। শামীম টেকনাফ সদর ইউনিয়নের হাজামপাড়া এলাকার আবু সিদ্দিক মিস্ত্রির ছেলে।
মৃত্যুর এক সপ্তাহ আগে গত ৩১ জানুয়ারি নিজের ফেসবুক টাইমলাইনে শামীম তার শেষ স্ট্যাটাসে লিখেছিলেন- ‘মৃত্যু তোমাকে দাওয়াত দিলাম পারলে সিজদা অবস্থায় আইসো।’
এর কয়েক দিন আগে লেখেন- ‘কবর এমন এক ঘর যেখানে ধনী-গরিব সবাই সমান, পার্থক্য শুধু নেক আমলের। তারও কয়েক দিন আগে ২০ জানুয়ারি ফেসবুকে কাফনের কাপড়, আগরবাতির ছবি দিয়ে লেখেন- এগুলোই হলো আমাদের জীবনের শেষ উপহার।’
শামীমের মৃত্যুর পর তার বন্ধুরা ফেসবুকে এ ধরনের একের পর এক স্ট্যাটাস আবিষ্কার করেন। এতে অনেকেই লেখেন- ‘তা হলে কি বন্ধু তুমি মৃত্যুকে চিনতে পেরেছিলে।’
বৃহস্পতিবার টেকনাফে মোটরসাইকেল দুর্ঘটনায় কক্সবাজার সিটি কলেজছাত্র মো. শামীম ও ফিরোজ (২২) মারাত্মকভাবে আহত হন।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, আহত ছাত্র শামীম ও ফিরোজকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। আহত ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।
নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
বার্তা কক্ষ
৮ ফেব্রুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur