চাঁদপুর

কুমিল্লা কর অঞ্চলের সম্মাননা পেলেন চাঁদপুরের ৭ জন সেরা করদাতা

জাতিয় রাজস্ব বোর্ড, কর-অঞ্চল কুমিল্লার আয়োজনে সেরা করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ নভেম্বর) বিকেলে উৎসবমুখর আয়োজনে কুমিল্লার হোটেল নুরজাহান হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের চাঁদপুরের ৭জন সেরা করদাতাসহ কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া- এ ছয় জেলার ৪৯ জন সেরা করদাতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

চাঁদপুর জেলার সেরা ৭জন করদাতা হলেন, সর্বোচ্চ করদাতা হাজী আবুল হোসেন ও প্রদীপ কুমার গুহ, দীর্ঘ মেয়াদী করদাতা হাজী আব্দুল মান্নান, আ. হান্নান, রোটা. ফারুক আহমেদ আখন্দ, তরুন করদাতা ডা. তানজিলা সুলতানা ও লতিফ তপাদার।

কুমিল্লা কর অঞ্চলের কর কমিশনার আবু মোহা. কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা অঞ্চচলের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেন্ট মো. মাহবুবুজ্জামান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রুহুল আমিন ভুুুুইয়া।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুর জেলার সের্বোচ্চ করদাতা আব্দুল মান্নান পাটওয়ারী, কর আইনজীবী ইফরানুল কবির ও কুমিল্লা অঞ্চল কর আইনজীবী সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মো. আমিন উল্যা। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কর কমিশনার হেমন দেওয়ান।

এসময় চাঁদপুর ও হাজীগঞ্জের কর কর্মকতা শাহ্ মোহাম্মদ আরিফুর রহমান, বাবু শচীন্দ্রনাথ সরকার, চাঁদপুর জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুস কুদ্দুস, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল্লহ্ আল ফারুকসহ ৬টি জেলা কর কর্মকর্তা, কর আইনজীবীগণ।

প্রসঙ্গত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রেলমন্ত্রী মজিবুল হক এমপি উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি ঢাকায় থাকায় অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

প্রতিবেদক: আশিক বিন রহিম

Share