Home / জাতীয় / দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে
covid
Pic : Getty image

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও আক্রান্ত কমেছে

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনা ভাইরাসে দেশে শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৪৫০ জনে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১৭৭ জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জনে।

করোনাভাইরাস নিয়ে শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও উল্লেখ করা হয়, এ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৩২৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮১ হাজার ৪২৬ জন।

এর আগে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দেশে করোনায় ৮৮ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ২ হাজার ৩৪১ জন।

ঢাকা ব্যুরো চীফ, ৩০ এপ্রিল ২০২১