করোনাভাইরাস মহামারীতে এ পর্যন্ত দেশে গড় মৃত্যুহার যেখানে ১ দশমিক ৫৯ শতাংশ, সেখানে চট্টগ্রাম বিভাগের তিন জেলা এবং ঢাকা বিভাগের এক জেলায় এই হার ৪ শতাংশের বেশি।
বাংলাদেশের মানচিত্রে চট্টগ্রাম বিভাগের ফেনী, কুমিল্লা ও চাঁদপুর এবং ঢাকা বিভাগের মুন্সীগঞ্জের অবস্থান পাশাপাশি। এর মধ্যে ফেনীর সঙ্গে চট্টগ্রাম জেলার এবং মুন্সীগঞ্জ জেলার সীমান্ত রয়েছে।
ঢাকা ও চট্টগ্রামে কোভিডে মৃত্যুর মোট সংখ্যা দেশের অন্য সব জেলার চেয়ে অনেক বেশি হলেও শনাক্ত রোগীর তুলনায় মৃত্যু হার দেশের গড় হারের চেয়েও কম।
গতবছর মার্চে দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে শুক্রবার পর্যন্ত চাঁদপুর জেলায় ৫ হাজার ১৮৭ জন কোভিড রোগী ধরা পড়েছে। সরকারি হিসাবে এই জেলায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮৩ জনের।
অর্থাৎ, চাঁদপুর জেলায় মৃত্যু হার ৫ দশমিক ৪৬ শতাংশ, যা দেশের ৬৪ জেলার মধ্যে সর্বোচ্চ।
পাশের জেলা কুমিল্লায় এ পর্যন্ত ১৩ হাজার ৫৯৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মারা গেছেন ৬৮৫ জন।
সেই হিসেবে কুমিল্লায় মৃত্যু হার ৫ দশমিক ০৪ শতাংশ। আর মোট মৃত্যুর সংখ্যার বিচারে ঢাকা ও চট্টগ্রামের পরেই কুমিল্লার অবস্থান।
কুমিল্লার পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় মৃত্যু হার ৪ দশমিক ৯ শতাংশ। আর কুমিল্লা ও চাঁদপরের লাগোয়া ঢাকা বিভাগের জেলা মুন্সীগঞ্জে এই হার ৪ দশমিক ০৭।
ঢাকা ব্যুরো চীফ,২৬ জুন ২০২১