Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবক গুরুতর আহত
ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবক গুরুতর আহত

ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবক গুরুতর আহত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে মোঃ রাকিব হোসেন (২০) নামের যুবক।
রোববার (৫ মার্চ) বেলা সাড়ে ১২ টায় উপজেলার কালির বাজার হাই স্কুল মোড়ে হারুন অর রশীদের বাস ভবনে এ ঘটনা ঘটে।

আহত যুবক ওই জেলার গজিরা গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র।

তার অবস্থা আশংকা জনক দেখে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতের পরিবারের স্বজনরা জানায় রাকিব হোসেন একজন সেনেটারী মেস্ত্রী। রোববার সকালে সে ওই এলাকার হারুন অর রশীদের বাস ভবনে পাইপ পিল্টারের কাজ করতে যান। বাসার ২য় তলার ছাদে উঠে কাজ করার সময় উপরে থাকা ফোরফরট্রি বিদ্যুৎ লাইনের সংযোগের তার মাথায় লাগে। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাথার চুল,পায়ের অংশ এবং মুখের এক অংশ পুড়ে গুরুতর আহত হয়ে পড়লে অন্যান্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

কর্মরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে ঢাকায় প্রেরণ করেন।

হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাঃ নুরে আলম চাঁদপুর টাইমসকে জানান, ‘তার মুখের এক সাইটের অধিকাংশ পুড়ে গেছে এবং পায়ের অংশ পুড়েও মারাত্মক জখম হয়েছে। শরীরের ওপরে জখমের চেয়ে তাদের ভেতরের অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়।পুড়া রোগীদের প্রথম অবস্থায় তেমন কিছু বুঝা যায়না। কিন্তু পরবর্তীতে তাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তাই তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছি।

কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ০১: ০০ এএম, ০৬ মার্চ ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply