নজরুল গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতার ১১তম মৃত্যুবার্ষিকী আজ

চাঁদপুরের নজরুল গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতার চাঁদপুরের এককালের প্রবীণ আইনজীবী মরহুম এ্যাড.আলহাজ্ব লুৎফুর রহমান খান এর ১১তম মৃত্যুবার্ষিকী আজ ।

প্রবীণ আইনজীবী মরহুম এ্যাড.আলহাজ্ব লুৎফুর রহমান খান ২০১১ সালের ৬ জুলাই মৃত্যুবরণ করেন। তাঁর ১১তম মৃত্যুবার্ষিকীতে বাদ আছর শের-ই-বাংলা রোড়, বিষ্ণুদির ৩৮০ নং নিজ বাসভবনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে ।

চাঁদপুরের ক’জন আইনজীবীকে নিয়ে তিনি এটি গড়ে তোলেন শের-ই-বাংলা রোড়, বিষ্ণুদির ৩৮০ নং বাড়ির একটি কক্ষে। যা আজোও তাঁর স্মৃতি হিসেবে কক্ষটি শূন্য অবস্থায় পড়ে আছে।

এ্যাড. লুৎফুর রহমান খান ১৯২০ সালে হাজীগঞ্জ উপজেলার বলাখালের প্রতাপপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩৫ সালে এসএসসি, ১৯৩৭ সালে এইচএসসি ও ১৯৩৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন এবং ১৯৪১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই এলএলবি ডিগ্রি লাভ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থেকেই তিনি পড়াশুনা করেন। তিনি প্রথমে ১৯৪৫ সালে ঢাকা এবং পরবর্তীতে চাঁদপুরে আইন ব্যবসা শুরু করেন। তিনি ছিলেন চাঁদপুরের একজন প্রবীণ আইনজীবী। দীর্ঘ ৫০ বছর আইন ব্যবসা পরিচালনা করেন। বেশ সুখ্যাতির মধ্যেই আইন পেশায় সারাজীবন কাটান এবং ২০১১ সালের ৬ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

প্রবীণ আইনজীবী মরহুম এ্যাড.আলহাজ্ব লুৎফুর রহমান খান ছিলেন সত্যিকারেরএকজন নজরুল প্রেমিক। জাতীয় কবি নজরুল ইলামের রচনাবলী,সাহিত্য চর্চ্চা,সাহিত্য ও কাব্যে অবদান, কবির জীবনধারা ও বৈচিত্র্য, সৈনিক জীবন,তাঁর কাব্য ইতিহাস-ঐতিহ্য,সুনাম-সুখ্যাতি এবং নজরুল সাহিত্য-কর্মের বিস্তৃতি লাভ ও নজরুলের তিন-তিনবার চাঁদপুরে আগমনের বিজরিত স্মৃতি তুলে ধরার জন্য এ প্রবীণ আইনজীবী মরহুম এ্যাড.আলহাজ্ব লুৎফুর রহমান খান ২০০১ সালে ‘ নজরুল গবেষণা পরিষদ, চাঁদপুর নামে একটি পরিষদ গড়ে তোলেন। নজরুলের অনেক গ্রন্থ তিনি পড়েন ও সংরক্ষণে রাখেন।

এছাড়াও তিনি ছিলেন হাজীগঞ্জের বেশ ’কটি মাদ্রসা, মসজিদ, স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও অভ্যন্তরীণ কমিটির সম্মানিত সদস্য। প্রতাপপুর বাইতুল আমান জামে মসজিদ ও চাঁদপুরের কাদির মিজি জামে মসজিদ এর প্রতিষ্ঠাতা সভাপতি।

মাও.ভাসানী ও শের-ই-বাংলা একে ফজলুল হকের রাজনৈতিক অনুসারী ছিলেন বলে তাঁর নামে অনুসারে চাঁদপুর বিষ্ণুদি চক্ষু হাসপাতালের সামনের সড়কটি ‘শের-ই-বাংলা রোড’ নামে নামকরণ করেন বর্তমান হাজিগঞ্জ-শাহরাস্তি আসনের এমপি মেজর অব.রফিকুল ইসলামের চাচাত বোন ও তাঁর সহধর্মিণী ডা.রওশান আরা। তথ্যসূত্র : ছোট ছেলে স্কাউটার অধ্যাপক মো.ওয়ালিদ হোসেন খান থেকে নেয়া হয়েছে ।

আবদুল গনি
চাঁদপুর টাইমস
৬ জুলাই ২০২২

Share