চাঁদপুর

চাঁদপুরে শফিকুর রহমান ভূইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

চাঁদপুর পৌরসভার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মরহুম শফিকুর রহমান ভূইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে ১২ মার্চ শুক্রবার মরহুমের পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে চাঁদপুর শহরের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শহরের বাইতুল আমিন জামে মসজিদ, বেগম জামে মসজিদ, চিশতিয়া জামে মসজিদ, নতুন বাজার জামে মসজিদ, পাটোয়ারী বাড়ী জামে মসজিদ, পুরানবাজার ঐতিহাসিক জামে মসজিদ,ভূঁইয়া বাড়ি জামে মসজিদসহ প্রায় ৩০টি মসজিদে বাদ জুম্মা একযোগে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

প্রতিটি মসজিদে দোয়া ও মোনাজাতের জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

শহরের ট্রকরোড়স্থ ভুইয়া বাড়ি জামে মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া। সাতানি পাটোয়ারী বাড়ি জামে মসজিদের দোয়া মোনাজাত পরিচালনা করের মসজিদের খতিব মাওলানা অলিউর রহমান পাটোয়ারী।

ভুইয়া বাড়ি জামে মসজিদে দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদল নেতা সফিউদ্দীন বাবলু, চাঁদপুর পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আঃ বারেক ভূঁইয়া, মোঃ মামুন ভূঁইয়া, মোঃ খালেক ভূঁইয়া, মহাসিন ভূঁইয়া, কাউচার ভূঁইয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,মরহুম শফিকুর রহমান ভুঁইয়া চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা শেষে বাড়ি ফিরে গত বছরের ১৩মার্চ শুক্রবার ভোর ৫টায় শহরের নতুনবাজারস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন। ওই দিন দুপুরে শহরের হাসান আলী স্কুল মাঠে স্মরণকালের সর্বোচ্চ সংখ্যক মুসল্লিদের অংশগ্রহণে মরহুমের জানাজা অনু্ষ্ঠিত হয়।

মরহুম শফিকুর রহমান ভূঁইয়া চাঁদপুর পৌরসভার সাবেক নির্বাচিত চেয়ারম্যান, বিনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি জেলা যুবদলের সভাপতি থাকাবস্থায় চাঁদপুরে বিএনপির শক্ত অবস্থান করার ভুমিকা রেখে ছিলেন। দলের আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে অসংখ্যবার কারানির্যাতনের শিকার হন।

প্রতিবেদক:আশিক বিন রহিম,১২ মার্চ ২০২১

Share