চাঁদপুরের সাবেক ছাত্রলীগ নেতা, কৃষক লীগ জাতীয় কমিটির প্রাক্তন সদস্য,চাঁদপুর জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক,চাঁদপুরের এক সময়ের কিংবদন্তী চাঁদপুর সরকারি কলেজের ছাত্রনেতা শাহজাহান চোকদার ইন্তেকাল করেছেন।
সোমবার দুপুর আড়াইটার দিকে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি …. রাজিউন)।
তাঁর মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল চাঁদপুর জেলা জাসদের সভাপতি অধ্যাপক হাসান আলী সিকদার ও সাধারণ সম্পাদক মো.মনির হোসেন মজুমদার গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবার-স্বজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত,শাহজাহান চোকদার চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন ভিপি (৭৭-৭৯) ও জিএস (৭৫-৭৬) ছিলেন । তিনি চাঁদপুর পৌরসভার প্রাক্তন কমিশনার ও প্যানেল চেয়ারম্যান ছিলেন।
তিনি চাঁদপুর সরকারি কলেজের সর্বশেষ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক ছিলেন।
সোমবার রাত ৯টায় চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে জানাজা শেষে মরহুমকে চাঁদপুর পৌর কবরস্থানে সমাহিত করা হয়।
সিনিয়র করেসপন্ডেন্ট ,
২৮ জুন ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur