জাতীয়

মৃতের দিক থেকে ঢাকাকে ছুঁয়েছে চট্টগ্রাম

দেশে গত ৮ মার্চ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যু হয়। এখন ১ আগস্ট পর্যন্ত সর্বমোট তিন হাজার ১৩২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ দুই হাজার ৬৬২ জন (৭৮.৬১ শতাংশ) এবং নারী ৬৭০ জন (২১.৩৯ শতাংশ)।

শুরুর দিকে করোনা আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু রাজধানী ঢাকায় সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে তা দেশের সকল বিভাগে ছড়িয়ে পড়ে। করোনায় মোট মৃত রোগীর পরিসংখ্যানে দেখা যাচ্ছে, দেশের আট বিভাগের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগীর মৃত্যু ঢাকা বিভাগে ৭৮৮ জন।

শনিবার ঢাকা বিভাগের মৃত্যুসংখ্যাকে ছুঁয়েছে চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগে মৃত্যুর সংখ্যাও এখন ঢাকা বিভাগের সমান ৭৮৮ জন। এছাড়া রাজধানী ঢাকার মৃত্যুর সংখ্যা ৬৮৮ জনকে কয়েকদিন আগেই ছাড়িয়ে যায় চট্টগ্রাম বিভাগ।

অন্যান্য বিভাগের মধ্যে খুলনা বিভাগে ২৩০ জন, রাজশাহী বিভাগে ১৮৪ জন, সিলেট বিভাগে ১৫১ জন, বরিশাল বিভাগে ১৩০ জন, রংপুর বিভাগে ১২১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭২ জন মারা গেছেন।
বার্তা বিভাগ, ১ আগস্ট ২০২০

Share