‘কাটার মাস্টার’ মুস্তাফিজের অস্ত্রোপচারটি হচ্ছে আজই

লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে আগামীকাল (বৃহস্পতিবার, ১১ ‍আগস্ট) ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমানের কাঁধের অস্ত্রোপচার করা হবে।। কাঁধের অস্ত্রোপচারে পারদর্শী অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় (স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা) অস্ত্রোপচার করবেন। অস্ত্রোপচার সম্পন্ন করতে সময় লাগবে ৩০ থেকে ৪০ মিনিট।

ক্যারিয়ারের শুরু থেকেই ছোটখাটো ইনজুরি পিছু নিয়েই ছিল তাঁর। তবে লম্বা সময়ের জন্য বাইরে চলে যাওয়ার মতো ইনজুরি এই প্রথম। সুবাদে প্রথমবারের মতো অস্ত্রোপচার টেবিলেও উঠতে চলেছেন মুস্তাফিজুর রহমান। আর এই বাঁহাতি পেসারের বোলিং কাঁধে সেই অস্ত্রোপচারটি হচ্ছে আজই।

লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে ‘কাটার মাস্টার’-এর বাম কাঁধে ছুরি-কাঁচি চালাবেন বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্ড্রু ওয়ালেস। যিনি এর আগে শচীন টেন্ডুলকারের কাঁধেও অস্ত্রোপচার করিয়েছিলেন। তাঁর শরণাপন্ন হওয়ার আগে অবশ্য ইংল্যান্ডেই আরো দুজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এঁদের মধ্যে লেনার্ড ফাঙ্ককে দিয়ে অস্ত্রোপচার করানোর পরিকল্পনা থাকলেও সেখান থেকে সরে আসতে হয়। কারণ ফাঙ্ক ছুটিতে চলে যাওয়ায় ২২ আগস্টের আগে অস্ত্রোপচার করতে পারবেন না, তার ওপর বিসিবিও অত অপেক্ষা করতে চায়নি। তাই ওয়ালেসের কাছে যাওয়া। তিনি আজ লন্ডন স্থানীয় সময় দুপুর সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টা) মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার করবেন বলে জানা গেছে। মাত্র ৩০ মিনিটের এই অস্ত্রোপচারের ধকল সামলে মুস্তাফিজের মাঠে ফিরতে লেগে যাবে ছয় মাসের মতো। অস্ত্রোপচারের পর তাঁর কঠিন পুনর্বাসন প্রক্রিয়া বুঝে নিতে ইতিমধ্যেই লন্ডনে চলে গেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। মুস্তাফিজের সঙ্গে দেখা করতে লন্ডনে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানও।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১১:৫০ পি,এম ১১ আগস্ট ২০১৬,বৃহস্পতিবার
ইব্রাহীম জুয়েল

Share