মুসাদ্দেক আল আকিবের বাবা মারা গেছেন, ইব্রাহীম জুয়েলের শোক প্রকাশ

চাঁদপুর টাইমসের প্রধান বার্তা সম্পাদক মুসাদ্দেক আল আকিবের পিতা মাওলানা শামসুদ্দিন (রায়পুরী হুজুর) মারা গেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১৪ জানুয়ারি মঙ্গলবার সকাল ৭.৪০ মিনিটে চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন, মৃত্যুকালে তার বয়স ছিল ৭৯ বছর।

মরহুমের নামাজের প্রথম জানাজা অদ্য বাদ যোহর চাঁদপুর বাসস্ট্যান্ড মসজিদের সামনে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জানাজা বাদ আসর মরহুমের নিজ বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিণ কেরোয়া পীরবাড়িতে (বড় মিয়া সাহেবের পুরান বাড়ি) অনুষ্ঠিত হবে।

জানাযা শেষে সেখানেই পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হবে।

মুসাদ্দেক আল আকিব পিতার মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁদপুর টাইমসের সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল।শোকবার্তায় মরহুমের বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী, ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

স্টাফ করেসপন্ডেট,১৪ জানুয়ারি ২০২৪

Share