সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় যত্রতত্র গাড়ি থামানো ও পার্কিং ঠেকাতে নতুন নিয়ম চালু করেছে সরকার। তারই অংশ হিসেবে সড়কে গাড়ি পার্কিং করে রেখে নামাজ পড়লে ২৩ হাজার টাকা জরিমানা গুনতে হবে।
দেশটির পুলিশের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সালাহ আব্দুল্লাহ আল হুমাইরি জানান, সুনির্দিষ্ট স্থানে পার্কিং না করে রাস্তায় গাড়ি রাখা বা পার্কিং করাকে নিরুৎসাহিত করতে এবং এর ক্ষতিকর দিক নিয়ে মানুষকে সচেতন করতেই আবুধাবি পুলিশের পক্ষ থেকে প্রচারণার কর্মসূচিও হাতে নেয়া হয়েছে। ওই কর্মসূচির অংশ হিসেবে এ নিয়ম চালু করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সড়ক বিভাগের কর্মচারী, মোটরসাইকেল চালকসহ অন্যান্য চালকরা বিভিন্ন সময়ে সড়কে গাড়ি পার্কিং করছে। এর মধ্যে বেশির ভাগ ক্ষেত্রে সড়কে গাড়ি রাখা হয় নামাজের জন্য। ফলে পুলিশ বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে।
দেশটির ট্রাফিক আইনের ১৭৮নং ধারায় নতুন এ নিয়ম সংযুক্ত করা হয়েছে। যেখানে বলা হয়েছে, নির্দিষ্ট স্থান ছাড়া সড়কের কোথাও গাড়ি রাখলেই ১০০০ দিরহাম জরিমানা করা হবে, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৩ হাজার টাকার মতো।
কর্নেল সালাহ গাড়ি নির্দিষ্ট স্থানে পার্কিংয়ের আহ্বান জানিয়েছে বলেন, চালকদের কাছে অনুরোধ করছি তারা যেন নির্দিষ্ট স্থানে গাড়ি রেখে বিশ্রাম নেন এবং নামাজ আদায় করেন। (জুম বাংলা)
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৪: ১০ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার
এএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur