আন্তর্জাতিক

মুসলিম কিশোরীর যুগান্তকারী সাফল্য

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক :

মিশরের এক মুসলিম টিনএজ কিশোরীর যুগান্তকারী আবিষ্কার সাড়া ফেলে দিয়েছে সর্বত্র। আযা ফাইয়াদ নামের ওই কিশোর-বিজ্ঞানী আবিস্কার করেছেন কিভাবে প্লাস্টিকের বর্জ্যকে স্বল্প খরচে প্রক্রিয়াজাত করে মিলিয়ন ডলারের বায়োফুয়েলে পরিণত করা যায়।

তার আবিষ্কৃত পদ্ধতিতে মিশরে প্লাস্টিক বর্জ্য শোধন করে প্রতিবছর বহু মিলিয়ন ডলার আয় করা সম্ভব বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

ফাইয়াদকে মিশরের পেট্রোলিয়াম রিসার্চ ইনস্টিটিউট নিজেদের একটি ল্যাবে কাজ করার সুযোগ দিয়েছে এবং প্রতিষ্ঠানটির কয়েকজন গবেষক তার পদ্ধতিটিকে চূড়ান্ত রূপ দিতে কাজ করছেন।

প্রতি বছর মিশরে অন্তত এক মিলিয়ন টন প্লাস্টিকের বর্জ্য তৈরি হয়। আর ফাইয়াদের পদ্ধতি কার্যকর হলে বছরে তা থেকে বায়োফুয়েল উৎপাদন করে ৭৮ মিলিয়ন ডলার আয় করা সম্ভব হবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

ইউরোপিয়ান ইউনিয়ন কনটেস্ট ফর ইয়াং সায়েন্টিস্ট ইতোমধ্যে ফাইয়াদকে তার কাজের জন্য একটি পুরস্কারে ভূষিত করেছে। বর্তমানে এই কিশোর বিজ্ঞানী তার আবিস্কারের প্যাটেন্ট সংগ্রহের জন্য কাজ করে যাচ্ছে।

Share