Home / আন্তর্জাতিক / মুসলমান হলেন মুখ্যমন্ত্রী মমতা!
মুসলমান হলেন মুখ্যমন্ত্রী মমতা!

মুসলমান হলেন মুখ্যমন্ত্রী মমতা!

‎Tuesday, ‎07 ‎July, ‎2015  04:13:14 AM

অনলাইন ডেস্ক :

সামাজিক মাধ্যম সঠিক তথ্য যেমন দেয়, তেমন ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে। এর জন্য সামাজিক মাধ্যম দায়ী নন। দায়ী এর ব্যবহারকারীরা।

‘পশ্চিম বঙ্গের মূখ্য মন্ত্রী মমতা ব্যাণার্জী আব্দুল গাফফার চৌধুরীর ডাকে সাড়া দিয়ে মুসলমান হয়েছেন। ধর্ম নিয়ে রাজনীতি করছেন কি না জানতে চাইলে মমতা ব্যানার্জী বলেন-‘আব্দুল গাফফার চৌধুরী এবং লতিফ সিদ্দিকীর মত আমিও সেক্যুলার, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করিনা হু।’

সেক্যুলার ভাইদের বিবেকের কাছে প্রশ্ন- আপনারা এই ছবিতে ৫০০০০ লাইক দিয়ে এবং প্রতিজনে ১০ জনকে ট্যাগ করে আবদুল গাফফার চৌধুরী ও লতিফ সিদ্দিকীর বক্তব্যের বিরোধীতাকারীদের বিরুদ্ধে ছড়িয়ে দিতে সাহায্য করবেন না? তথ্যসূত্র: দৈনিক ঝনকণ্ঠ (সেক্যুলারদের বাঁশেরকেল্লা)।

এভাবেই ছবিটি শেয়ার করে বিভ্রান্ত করার জন্য অনুরোধ করা হয়েছে। সোমবার রাত থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে ছবিটি পোস্ট করেন বগ্লার আবু সাইদ আহমেদ।

(ছবিটির ফেসবুক লিংক : https://www.facebook.com/photo.php?fbid=10206050086946275&set=a.2052724592787.2118792.1084681381&type=1&theater
বিঃদ্রঃ নিউজটি শুধুমাত্র সচতেনতার জন্য দেয়া হলো দয়া করে বিভ্রান্ত হবেন না।- চাঁদপুর টাইমস

চাঁদপুর টাইমস : ডেস্ক/ডিএইচ/২০১৫।

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না