বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও এদেশের নাগরিক। তারাও আমাদের সমাজের একটি অংশ। তাদেরকে কোন ভাবে আলাদা করে দেখার সুযোগ নেই। বললেন কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার।
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বিদ্যালয় “প্রতিভা” এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জেলা প্রশাসক।
মুরাদনগর উপজেলার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানসিক বিকাশ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন তাদের জন্যে একটি বিশেষ স্কুল স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। যেখানে বিশেষ শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে নানান ধরণের প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় থেরাপির ব্যবস্থা করা হবে।
উপজেলা পরিষদের সেন্ট্রাল স্কুলে স্থাপন করা হয় ‘‘প্রতিভা’’ নামের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিদ্যালয়টি।
এউপলক্ষ্যে বৃহষ্পতিবার দুপুরে মুরাদনগর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার।
বিদ্যালয়টি উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, ‘প্রতিবন্ধি শিশুদের শিক্ষা গ্রহনের জন্য বিদ্যালয়টির সূচনা করা হলো। এটি উদ্বোধন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমরা তাদেরকে আলাদা করে দেখতে চাইনা। তাদেরকে মূল স্রোতে আনতে পারলেই আমাদের বৈষম্যহীন সমাজ গঠনের যে প্রত্যাশা সেটি পুরণ হবে। আমি চাই শুধু মুরাদনগই নয় সারা কুমিল্লা এবং দেশে এমন বিদ্যালয় গড়ে উঠুক।’
এমন উদ্যোগের জন্যে তিনি উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনকে ধন্যবাদ দেন।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান, জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা হায়দার নুপুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুদল হাই খান, সমাজসেবা কর্মকর্তা বরুন দে, বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী কাউছার আহাম্মেদ, পল্লীসঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক মোজাম্মেল হক এবং সামাজিক সংগঠন ঐতিহ্য কুমিল্লা’র সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল।
এসময় সাংবাদিকদের মধ্যে বেলাল উদ্দিন আহমেদ, হাবিবুর রহমান, মোশারফ হোসেন মনির, নাজিম উদ্দিন, সাজ্জাদ হোসেন শিমুল, রায়হান চৌধুরী, রাশেদ মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক প্রতিবন্ধী শিশুদের জন্য থেরাপি সেবার পাশাপাশি ভিক্ষুক পুর্নবাসনের আওতায় কর্মসংস্থানের জন্য ব্যাটারি চালিত রিক্সা প্রদানসহ মাদক নির্মূলে মুরাদনগর উপজেলা ফুটবল টিমের সদস্যদের ড্রেস বিতরণ করেন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ৩ অক্টোবর ২০২৪