Home / সারাদেশ / মুরাদনগরে ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা
নির্বাচনে

মুরাদনগরে ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা

কুমিল্লার মুরাদনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি নিয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুঞ্জুরুল আলম।

তারা বলেন, বিধিমতো প্রচার প্রচারণা করতে হবে। এক্ষেত্রে প্লাস্টিক বা পলিথিন মোড়ান পোস্টার লাগানো যাবেনা, দেয়ালে পোস্টার লাগানো যাবেনা, নির্ধারিত সময়ের বাইরে এবং ডাবল হর্ণ ব্যবহার করে বিকট শব্দে মাইকিং করা যাবে না, মিছিল, সমাবেশ করা যাবেনা।

আচরণবিধি লঙ্ঘন হলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
৬ষ্ঠ ধাপে এ উপজেলায় আগামী ৩১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে ২১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫৭ জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে সদস্য পদে ২১৬ জন এবং সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৭৯৫ জন প্রতিদ্বন্দি¦তা করছেন।
এর আগে সকালে বাংগরা বাজার থানায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম বার।

বাংগরা বাজার থানা আয়োজিত মতবিনিময় সভায় ওসি কামরুজ্জামান তালুকদার সহ থানার সকল ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, সহকারী সাব-ইন্সপেক্টর এবং অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১৬ জানুয়ারি ২০২২