চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলাধীন মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ৩০ নভেম্বর সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটার ৯৮৪ মধ্যে ৭৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট বাতিল হয়েছে সাধারন সদস্য ২২ টি, সংরক্ষিত ৮৯ টি।
অভিভাবক সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত হন ৪ জন। ৪৫৭ ভোট পেয়ে প্রথম হন মোঃ জহিরুল ইসলাম, ৪২০ ভোট পেয়ে যৌথ ভাবে ২দ্বিতীয় হন মাসুদ রানা চতুর্থ হন মোঃ কবির হোসেন। সংরক্ষিত আসনে সর্বোচ্চ ৩২২ ভোট পেয়ে নির্বাচিত হন শিরিন আকতার।
উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ মোখলেছুর রহমান। এছাড়া নির্বাচনে সার্বিকভাবে সহযোগিতা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাখাওয়াত উল্লাহ। আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন মতলব দক্ষিণ থানার এস আই দেলোয়ার হোসেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৩০ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur